Article (a, an, the) কাকে বলে এবং এর সকল ব্যবহার জেনে নিন
আচ্ছালামু ্আলাইকুম, বন্ধুরা। আমি আপনাদের আজ জানাবোর Article কাকে বলে? কত প্রকার ও কী কী। পাশাপাশি Article শেখার সহজ টেকনিক দিয়ে দেব। যেটি দিয়ে আপনি সকল Article বুঝতে পারবেন।
আমি একজন ইংরেজি বিভাগের ছাত্র। তাই আমি আপনাদের সেরা উপায়ে Article শেখাতে পারবো। তাই মনোযোগ দিয়ে আমি যা লিখেছি তা বোঝার চেষ্টা করুন। আশা করছি এরপর থেকে আর Article নিয়ে সমস্যা থাকবে না।
Article কি বা কাকে বলে?
Article ইংরেজি গ্রামারের একটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। ইংরেজিতে সঠিকভাবে বাক্য গঠন করতে চাইলে Article এর সঠিক ব্যবহার করতে হবে।
A, an, the কে article বলা হয়। এটি মূলত Adjective এর কাজ করে। কারণ, এটি noun কে modify করার কাজে ব্যবহার হয়ে থাকে। তো বিস্তারিত জেনে নেওয়া যাক।
Article কত প্রকার ও কী কী?
Article মূলত দুই প্রকার। যথা:
- Indefinite Article (অনির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়) : A এবং an কে Indefinite article বলে।
- Definite Article (নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়): The কে Definite article বলে।
Article ব্যবহারের সকল নিয়ম
আমি আপনাদের সাথে article এর সকল নিয়ম নিয়ে আলোচনা করবো। যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তাই, এই নিয়মগুলো নোট করে নিতে পারেন।
উচ্চারণের উপর ভিত্তি করে A, An এর ব্যবহার
নিয়ম - ১: Consonant এর আগে a এবং Vowels এর আগে an বসে।
নিয়ম - ২: O এর উচ্চারণ যখন ’wa‘ হয় তখন তার আগে a বসে।
নিয়ম - ৩: U or eu or ew এর উচ্চারণ যখন 'ew' বা ইউ হয় তখন তার আগে a বসে।
নিয়ম - ৪: H এর উচ্চারণ যখন উহ্য থাকে তখন তার আগে an বসে।
নিয়ম - ৫: Abbreviation এর প্রথম অক্ষরের উচ্চারণ যখন vowel এর মতো হয়, তখন প্রথম অক্ষরটি consonant হলেও তার পূর্বে an বসে।
A, An এর অন্যান্য ব্যবহার
নিয়ম - ১: Singular Countable Common Noun এর আগে a/an বসে।
নিয়ম - ২: Singular Noun দ্বারা একই জাতীয় অনেক ব্যক্তি বা বস্তুকে বোঝালে তার আগে a/an বসে।
নিয়ম - ৩: Half শব্দটি যখন পূর্ণ সংখ্যার পূর্বে বসে তখন তার আগে a/an বসে।
নিয়ম - ৪: পরিমান বোঝায় এমন Phrase গঠনের প্রথমে a/an বসে।
নিয়ম - ৫: দাম, অনুপাত ও গতিবেগ প্রকাশ করতে তাদের পূর্বে a/an ব্যবহার করতে হয়।
The এর ব্যবহার
নিয়ম - ১: Common Noun এর আগে the বসানো হয়, যখন এর দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝানো হয়।
নিয়ম - ২: শুধুমাত্র একটিই আছে এমন বস্তুর/বস্তুসমষ্টির আগে the বসে।
নিয়ম - ৩: নৈকট্য বা পরিচিত কোনো কিছুর পূর্বে the বসে।
নিয়ম - ৪: Superlative Degree ও Ordinal Numeral Adjective (first, second, third etc.) এর আগে the ব্যবহার করতে হয়।
নিয়ম - ৫: যদি Singular Common Noun দ্বারা একজাতীয় কিছু বোঝায় তখন তার পূর্বে the বসাতে হয়।
নিয়ম - ৬: সমুদ্র, নদী, দ্বীপপুঞ্জ (একটি দ্বীপ নয়), পর্বতশ্রেণি (একটি পর্বত বা পর্বতশৃঙ্গ নয়), দেশের plural নাম, মরুভূমি, অঞ্চল ইত্যাদির proper noun এর আগে the বসে।
নিয়ম - ৭: এই গঠনটির সময় সর্বদা the ব্যবহৃত হবে। (the+noun+of+noun)
নিয়ম - ৮: Adjective + Noun এরূপে গঠিত শব্দগুচ্ছকে Noun-Adjective বলে। এরকম Noun-Adjective এর পূবে the বসাতে হয়।
নিয়ম - ৯: কোনো মাসের তারিখ প্রকাশ করতে তার আগে the বসাতে হয়।
নিয়ম - ১০: রাষ্ট্রীয় বা ধর্মীয় জনগোষ্ঠী, ধর্মগ্রন্থ, লেখকের নামসহ গ্রন্থের নাম: হোটেল, সিনেমা হল, বিখ্যাত স্থানের নাম, সংবাদ পত্রের নাম, জাহাজ, স্টীমার, ট্রেনের নাম, বিখ্যাত ঐতিহাসিক ঘটনার (যেমন: যুদ্ধ) নাম, দিকের নাম, ঋতুর নাম ইত্যাদির নামের আগে the বসে।
Omission of Article
এতক্ষণ আমরা জানলাম কোথায় কোথায় article বসাতে হয়। এখন জানবো কোথায় কোথায় Article বসানো যাবে না। এটিকে গ্রামারের ভাষায় Omission of article বলা হয়ে থাকে।
Omission of A/An
নিয়ম - ১: Plural Noun এর আগে কখনোই a/an বসানো যাবে না। কারণ, a/an এর কোনো plural রূপ নেই।
নিয়ম - ২: যেসব Noun গণনা করা যায় না, অর্থাৎ Uncountable Noun এর আগে a/an বসে না।
নিয়ম - ৩: আহারের নামের আগে a/an বসানো যাবে না।
Omission of The
নিয়ম - ১: Possessive case এর আগে the বসে না।
নিয়ম - ২: প্রকৃতি অর্থে Nature ব্যবহৃত হলে তার আগে the বসে না।
নিয়ম - ৩: Home, Mosque, School, Hospital, Prison, Sea, Town, Word এই শব্দগুলোর আগে the বসানো যাবে না।
নিয়ম - ৪: রাস্তা ও পার্কের নামের আগে the বসে না।
শেষ কথা
আপনি যদি Article এর এই নিয়মগুলো আয়ত্ত্বে আনতে পারেন, তাহলে আপনি প্রায় ৯৫% Article এর ব্যবহার আয়ত্ত্ব করে ফেলতে পারবেন। এর বাইরে কিছু Advanced টেকনিক আছে যেগুলো আপনার English Grammar এ দক্ষতা বাড়ানোর সাথে সাথে আয়ত্ত্বে চলে আসবে। এই তথ্যগুলো 'A passage to English Grammar - S.M. Zakir Hussain' এর বই থেকে নেওয়া হয়েছে।