Simple Sentence কাকে বলে? ‍গঠনসহ বিস্তারিত আলোচনা

Simple Sentence কাকে বলে

আচ্ছালামু আলাইকুম। আমি একজন ইংরেজি সাহিত্যের ছাত্র। আমি আপনাদের Simple Sentence কাকে বলে, এর গঠন (structure) ও উদাহরণসহ বিস্তারিত আলোচনা করবো। আশা করছি এরপর থেকে আপনার আর Simple Sentence নিয়ে কোনো সমস্যা থাকবে না।

আমরা জানি, ইংরেজিতে প্রধানত তিন ধরনের sentence থাকে। সেগুলো হলো - Simple Sentence, Complex Sentence, এবং Compound Sentence. এই তিনটি ‍sentence এর মধ্যে simple sentence বা সরল বাক্য নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।

Simple Sentence কাকে বলে?

Simple Sentence কে বাংলায় বলা হয় সরল বাক্য। আমরা এই সরল বাক্য বা Simple Sentence কাকে বলে তা বাংলায় এবং ইংরেজিতে জেনে নিই।

সরল বাক্য (Simple Sentence): যে বাক্যে একটিমাত্র ক্রিয়াসম্পন্নকারী কর্তা থাকে এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকেই সরলবাক্য বা Simple Sentence বলা হয়ে থাকে। যেমন: আমি ভাত খাই।

In English, The sentence which has only one subject and a finite verb is called simple sentence. Such as, I eat rice.

Simple Sentence চেনার উপায়

Simple Sentence চেনার সহজ উপায় হলো এই ধরনের বাক্যে একটি মাত্র কর্তা (Subject) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (Finite Verb) থাকবে। যদি এমন দেখেন তাহলে বুঝে নিবেন যে সেটা একটি Simple Sentence. 

নিচে দেওয়া Simple Sentence এর উদাহরণগুলো দেখলে আপনার কাছে ধারণাগুলো স্পষ্ট হয়ে যাবে। তাই মনোযোগ দিয়ে উদাহরণগুলো দেখে নিন।

Simple Sentence এর উদাহরণ

নিচে ৯ টি Simple Sentence এর উদাহরণ দেওয়া হলো। মূলত এই ধরনের Simple Sentence ই হয়ে থাকে। নিচে এই ৯ ধরনের Simple Sentence এর Structure বা গঠনও উল্লেখ করা হয়েছে।
  1. He goes. (সে যায়।)
  2. She is beautiful. (সে সুন্দরী।)
  3. She is a nurse. (সে একজন সেবিকা।)
  4. She is in the library. (সে লাইব্রেরিতে আছে।)
  5. She speaks English. (সে ইংরেজিতে কথা বলে।)
  6. She found the poem easy. (তার কাছে কবিতাটি সহজ লেগেছে।)
  7. She selected me captain. (সে আমাকে দলনেতা হিসেবে নির্বাচন করলো।)
  8. She sent me a prize. (সে আমাকে একটি পুরস্কার দিলো।)
  9. There is a book on the table. (টেবিলে একটি বই আছে)

Simple Sentence এর Structure বা গঠন

এখন আমরা Simple Sentence এর ৯ টি গঠন বা Structure সম্পর্কে জানবো। সাধারণত, যেগুলোর বাহিরে কোনো Simple Sentence হয় না।
  1. Subject + Intransitive Verb
  2. Subject + Linking Verb + Complement (Adjective)
  3. Subject + Linking Verb + Complement (Noun)
  4. Subject + Be Verb + Adverbial
  5. Subject + Transitive Verb + Object (Noun/Pronoun)
  6. Subject + Transitive Verb + Object (Noun/Pronoun) + Complement (Adjective)
  7. Subject + Transitive Verb + Object (Noun/Pronoun) + Complement (Noun)
  8. Subject + Transitive Verb + Indirect Object + Direct Object (Noun/Pronoun)
  9. There + Verb + Subject

শেষ কথা

এখানে আপনারা Simple Sentence কাকে বলে, এর উদাহরণ ও গঠন বা Structure সম্পর্কে জানতে পারলেন। এগুলো "Learning English the Easy Way - Sadruddin Ahmed" বইটি থেকে দেওয়া হয়েছে। চাইলে বইটি কিনে পড়তে পারেন। যার মূল্য ৯০ থেকে ১০০ টাকা।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url