![]() |
Conjunction কাকে বলে? কত প্রকার ও কি কি? |
আচ্ছালামু আলাইকুম, আপনি নিশ্চই Conjunction কাকে বলে এবং Conjunction এর প্রকারভেদ সম্পর্কে জানতে চাচ্ছেন। আজ আামি আপনার সাথে Conjunction কাকে বলে, কত প্রকার ও কি কি, ব্যবহার ও চেনার উপায় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো করবো।
ইংরেজি গ্রামারের একটি অত্যন্ত Basic Term হলো Conjunction. আর এই Conjunction সম্পর্কে সঠিক ধারণা না থাকলে আপনি নির্ভুল ইংরেজি বলতে ও লিখতে পারবেন। তাই, জেনে নিন Conjunction কাকে বলে, কত প্রকার ও কি কি?
Conjunction কি বা কাকে বলে?
Conjunction অর্থ হলো সংযোজক অব্যয়। সংজ্ঞা: বাক্যস্থিত যে পদ (Part of Speech) দুই বা দুইয়ের অধিক শব্দ (Words), শব্দগুচ্ছ (Phrases), বাক্যাংশ (Clauses) বা বাক্যকে (Sentences) পরস্পরের সাথে সংযুক্ত করে তাকে Conjunction বলা হয়।
Conjunction এর উদাহরণ: And, Or, But, Neither...Nor, Either...Or, So, Yet, Otherwise etc. এছাড়াও আরও কয়েকটি Conjunction রয়েছে।
Conjunction কত প্রকার ও কি কি?
- Coordinating or Coordinative Conjunction ,যা আবার ০৪ প্রকার। যথা:
- Cumulative or Copulative Conjunction
- Alternative or Disjunctive Conjunction
- Adversative Conjunction
- Illative Conjunction
- Subordinating or Subjective Conjunction ,যাকে অর্থানুসারে মোট ১০ ভাগে ভাগ করা হয়ে থাকে। যথা:
- Time
- Cause or Reason
- Purpose
- Condition
- Effect
- Comparison
- Concession or Contrast
- Manner
- Introductory
- Apposition
Coordinating or Coordinative Conjunction কাকে বলে?
যে Conjunction দুই বা ততোধিক সমজাতীয় শব্দ (Word), শব্দগুচ্ছ (Phrase), বাক্যাংশ (Clause) ও বাক্যকে (Sentence) যুক্ত করে তাকে Coordinative or Coordinative Conjunction বলে।
Subordinating Conjunction or Subjective Conjunction কাকে বলে?
যে Conjunction একটি প্রধান বাক্যাংশের (Main Clause) সাথে অন্য একটি নির্ভরশীল বাক্যাংশকে (Subordinate Clause) যুক্ত করে তাকে Subordinating বা Subjective Conjunction বলে।
Subordinating Conjunction or Subjective Conjunction এর উদাহরণ: Till, Until, Before, When, Where, While, Since, Because, Since, That, In order that, So that, Lest, If, Whether or not, Unless, Provided, Than, As...as, So...as ইত্যাদি।
Conjunction এর ব্যবহার
- দুই বা ততোধিক শব্দকে (Word) যুক্ত করতে।
- দুই বা ততোধিক শব্দগুচ্ছকে (Phrase)যুক্ত করতে।
- দুই বা ততোধিক বাক্যাংশকে (Clause) যুক্ত করতে ও
- দুই বা ততোধিক বাক্যকে যুক্ত (Sentence) করতে।
বাক্যের সৌন্দর্য্য বৃদ্ধি করতে এবং তা সংক্ষেপে প্রকাশ করার কাজে Conjunction ব্যবহার করা হয়ে থাকে। এটি English Grammar এর একটি গুরুত্বপূর্ণ অংশ।
0 মন্তব্যসমূহ