এই পোস্টে এইচএসসি পাসে ১৫ টি এনজিও চাকরি ২০২৩ সম্পর্কে আলোচনা করা হবে। আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি, রিক এনজিও নিয়োগ, এসএসএস এনজিও নিয়োগসহ আরও অনেক এনজিওতে এইচএসসি পাসে নিয়োগ দেয়া হচ্ছে।
যারা এইচএসসি পাস করেছেন এবং চাকরি খুজতেছেন তারা এই চাকরি গুলোতে এপ্লাই করতে পারেন। এগুলো এনজিও চাকরি হওয়ায় এক ধরনের বেসরকারি চাকরি।
১. এইচএসসি পাসে আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
আশা বাংলাদেশের একটি অন্যতম এনজিও প্রতিষ্ঠান। এটিতে এইচএসসি পাসে যেসব পদে নিয়োগ দেওয়া হবে, তা হলো:
পদের নাম: সহকারি ফার্মাসিস্ট
পদের সংখ্যা: ০১ (এক জন)
কেন্দ্রের নাম: আশা নরপতি স্বাস্থ্য কেন্দ্র
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা
চাকরির ধরন: প্রাইভেট
বেতন: মাসিক সর্বসাকুল্যে ২২,০০০/- টাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: আছে
জামানত: ১০,০০০/- টাকা (ফেরতযোগ্য)
নির্বাচনী পরীক্ষা: হবে
তথ্যসূত্র: https://jobs.asabd.org/
হেড অফিস: আশা টাওয়ার ২৩/৩, বীর উত্তম এ এন এম নুরুজ্জামান সড়ক শ্যামলী, ঢাকা
প্রতিষ্ঠাতা: মোঃ শফিকুল হক চৌধুরী
কর্মসূচি সংঘটক: মোঃ শফিকুল হক চৌধুরী
শাখা: বাংলাদেশের প্রায় ৬৪ টি জেলাতেই রয়েছে
২. এইচএসসি পাসে রিক এনজিও নিয়োগ ২০২৩
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও। রিক এনজিও ২০২৩ এ এইচএসসি পাসে যেসব পদে নিয়োগ প্রকাশ করা হয়েছে, তা হলো:
পদের নাম: ম্যানেজার (অডিট)
পদের সংখ্যা: ২০ টি
কেন্দ্রের নাম: ঢাকা, ফেনী, সিলেট ও খুলনা
বয়স: সর্বোচ্চ ৩৭ বছর (অভিজ্ঞ প্রার্থীদের বয়সসীমা শিথিলযোগ্য।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা
চাকরির ধরন: প্রাইভেট
বেতন: মূল বেতন ২৫,০০০/- টাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: আছে
জামানত: নেই
নির্বাচনী পরীক্ষা: হবে
তথ্যসূত্র: https://www.ric-bd.org/news-career
হেড অফিস: ধানমন্ডি, ঢাকা
প্রতিষ্ঠাতা: জনাব আবুল হাসিব খান
কর্মসূচি সংঘটক: রিক এনজিও
শাখা: বাংলাদেশের প্রায় ৬৪ টি জেলাতেই রয়েছে
৩. এসএসএস এনজিও নিয়োগ ২০২৩
এসএসএস হলো সোশাইটি সোশ্যাল সার্ভিস। কিছু পদে এসএসএস এনজিও নিয়োগ ২০২৩ প্রকাশ করা হয়েছে। এইচএসসি পাসে আবেদন করুন।
পদের নাম: এ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্রেডিট)
পদের সংখ্যা: ৭১০ টি
কেন্দ্রের নাম: বাংলাদেশের যেকোনো জায়গায় হতে পারে
বয়স: বয়সসীমা নেই
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা
চাকরির ধরন: এনজিও চাকরি
বেতন: সর্বসাকূল্যে ৩১,৭৭৫/- টাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: আছে
জামানত: ১৫,০০০/- টাকা
নির্বাচনী পরীক্ষা: হবে
তথ্যসূত্র: http://www.sss-bangladesh.org/?page_id=4570
হেড অফিস: ময়মনসিংহ, টাঙ্গাইল
প্রতিষ্ঠাতা: আব্দুল হামিদ ভুঁইয়ান
কর্মসূচি সংঘটক: এসএসএস এনজিও
শাখা: ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও অন্যান্য
৪. গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা মূলত একটি এনজিও যা গ্রামীণ মানুষকে নিয়ে উন্নয়নমূলক কাজ করে থাকে। এইচএসসি পাসে এই এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নাম: প্রবেশনারী অফিসার
পদের সংখ্যা: ৩০০ টি
কেন্দ্রের নাম: ভোলা
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
চাকরির ধরন: এনজিও চাকরি
বেতন: ২১,৮০০/- টাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: আছে
জামানত: নেই
নির্বাচনী পরীক্ষা: হবে
তথ্যসূত্র: https://gjus-bd.org/career
হেড অফিস: ভোলা
প্রতিষ্ঠাতা: মো: জাকির হোসেইন
কর্মসূচি সংঘটক: GJUS- Grameen Juno Unnoyon Sangastha
শাখা: বাকেরগঞ্জ ও ভোলা
৫. সিদীপ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
এইচএসসি পাসে ১৪ তম গ্রেডে সিদীপ এনজিও তে নিয়োগ ২০২৩। আবেদন করতে পারেন।
পদের নাম:জুনিয়র অফিসার (অডিট)
পদের সংখ্যা: ০৪ টি
কেন্দ্রের নাম: আদাবর ঢাকা
বয়স: ৩০-৪০ বছর বয়সের মধ্যে হতে হবে
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা
চাকরির ধরন: এনজিও
বেতন: সর্বোচ্চ ৩৩,৬০৩/- টাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: আছে
জামানত: আবেদনকালে ৫,০০০/- টাকা জমা দিতে হবে
নির্বাচনী পরীক্ষা: ইন্টারভিউ নেয়া হবে
তথ্যসূত্র: https://cdipbd.org/409
হেড অফিস: ঢাকা
প্রতিষ্ঠাতা: মোহম্মদ ইয়াহিয়া
কর্মসূচি সংঘটক: সিদীপ সংস্থা
শাখা: বাংলাদেশের কিছু জেলাতেই রয়েছে
৬. ব্যুরো বাংলাদেশ এনজিও নিয়োগ ২০২৩
ব্যুরো বাংলাদেশ একটি এনজিও যা বাংলাদেশের মধ্যে তৃতীয় বৃহত্তম এনজিও। এইচএসসি পাসে এই এনজিওতে নিয়োগ পেতে আবেদন করুন।
পদের নাম: হেড অব ট্রেইনিং
পদের সংখ্যা: ০১ টি
কেন্দ্রের নাম: Buro Bangladesh
বয়স: বয়সসীমা ৩৫-৪৫ বছর
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা
চাকরির ধরন: এনজিও
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুযোগ-সুবিধা: আছে
জামানত: নেই
নির্বাচনী পরীক্ষা: হবে
তথ্যসূত্র: https://www.burobd.org/contactus.php
হেড অফিস: ঢাকা
প্রতিষ্ঠাতা: জাকির হোসেন
কর্মসূচি সংঘটক: ব্যুরো বাংলাদেশ কর্তৃপক্ষ
শাখা: ঢাকা
৭. প্রশিকা এনজিও নিয়োগ ২০২৩
প্রশিকা একটি বাংলাদেশি মানবিক উন্নয়ন কেন্দ্র। এইচএসসি পাসে এই এনজিওতে আবেদন করুন।
পদের নাম: অডিট ম্যানেজার
পদের সংখ্যা: ২ টি
কেন্দ্রের নাম: মিরপুর-২, ঢাকা
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতা
চাকরির ধরন: এনজিও
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুযোগ-সুবিধা: আছে
জামানত: নেই
নির্বাচনী পরীক্ষা: ইন্টাভিউ হবে
তথ্যসূত্র: https://proshikabd.com/welcome/job_circular
হেড অফিস: শাহ আলিবাগ, ঢাকা
প্রতিষ্ঠাতা: মোছা: রোকেয়া ইসলাম
কর্মসূচি সংঘটক: প্রশিকা এনজিও কর্তৃপক্ষ
শাখা: সারা বাংলাদেশে ২৬৫ টি ব্র্যাঞ্চ বা শাখা রয়েছে।
৮. উদ্দীপন এনজিও নিয়োগ ২০২৩
উদ্যোক্তাদের নিয়ে কাজ করার জন্য উদ্দীপন এনজিও প্রতিষ্ঠা করা হয়। এইচএসসি পাস ছাত্রদের জন্য উদ্দীপন এনজিও নিয়োগ ২০২৩ শেয়ার করা হলো:
পদের নাম: সিনিয়র প্রোগ্রাম অফিসার (এসপিও)
পদের সংখ্যা: ৩০ টি
কেন্দ্রের নাম: ঢাকা ও পিরোজপুর
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা
চাকরির ধরন: প্রাইভেট
বেতন: মূল বেতন ২৬,৭৪০/- টাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: আছে
জামানত: নেই
নির্বাচনী পরীক্ষা: নেই তবে বাছাইপ্রক্রিয়া রয়েছে
তথ্যসূত্র: https://uddipan.org/career-2/
হেড অফিস: পিরোজপুর
প্রতিষ্ঠাতা: মিহির কান্তি মজুমদার
কর্মসূচি সংঘটক: শাওকাত হোসেন
শাখা: ঢাকা, ফরিদপুরসহ মোট ১৩ টি এলাকা।
৯. সেবা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
সেবা হলো সোশিও ইকোনোমিক ব্যাংকিং এ্যাসোসিয়েশন। এইচএসসি পাসে সেবা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ আবেদন করুন:
পদের নাম: এরিয়া ম্যানেজার
পদের সংখ্যা: ১০ টি
কেন্দ্রের নাম: টাঙ্গাইল
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতা
চাকরির ধরন: প্রাইভেট
বেতন: সর্বসাকূল্যে ৪৩,০০০/- টাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: আছে
জামানত: ১০,০০০/- টাকা
নির্বাচনী পরীক্ষা: নেই তবে বাছাই প্রক্রিয়া রয়েছে
তথ্যসূত্র: https://seba-bd.org/
হেড অফিস: টাঙ্গাইল, ঢাকা
ভাইস চেয়ারম্যান: তানভির আহমেদ
কর্মসূচি সংঘটক: সেবা এনজিও পরিষদ
শাখা: সারাদেশে ১৫০ টি শাখা রয়েছে।
১০. গাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তা করার জন্য গাক এনজিও তে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এ জনবল প্রয়োজন। এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারেন।
পদের নাম: কর্পোরেট মার্কেটিং
পদের সংখ্যা: ০১ টি
কেন্দ্রের নাম: উত্তরা, ঢাকা
বয়স: বয়সসীমা ২৫-৪০ বছর
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা
চাকরির ধরন: এনজিও
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুযোগ-সুবিধা: আছে
জামানত: নেই
নির্বাচনী পরীক্ষা: হবে
তথ্যসূত্র: https://guk.org.bd/career/
হেড অফিস: উত্তরা
প্রতিষ্ঠাতা: খন্দকার আলমগীর হোসেন
কর্মসূচি সংঘটক: গাক এনজিও
শাখা: বাংলাদেশের কয়েকটি জেলাতে রয়েছে
১১. পদক্ষেপ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
পদক্ষেপ একটি বাংলাদেশি মানবিক উন্নয়ন কেন্দ্র। এইচএসসি পাসে বিভিন্ন পদে আবেদন করুন। পদক্ষেপ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করা হয়েছ।
পদের নাম: কমিউনিটি ম্যানেজার (সিএম)
পদের সংখ্যা: ৭৫০ টি
কেন্দ্রের নাম: জানা যায় নি
বয়স: বয়সসীমা ২৪-৩২ বছর
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
চাকরির ধরন: এনজিও
বেতন: সর্বসাকূল্যে ২৩,৬০০/- টাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: আছে
জামানত: ৮,০০০/- টাকা
নির্বাচনী পরীক্ষা: হবে
তথ্যসূত্র: https://www.padakhep.org/career
হেড অফিস: মোহাম্মদপুর, ঢাকা
প্রতিষ্ঠাতা: জানা যায় নি
কর্মসূচি সংঘটক: পদক্ষেপ এনজিও
শাখা: বাংলাদেশের প্রায় ৬৪ টি জেলাতেই রয়েছে
১২. শাপলা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
শাপলা এনজিও মূলত একটি গ্রাম উন্নয়ন সংস্থা। যা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে। এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারেন।
পদের নাম: একাউন্টস অফিসার
পদের সংখ্যা: ১০ টি
কেন্দ্রের নাম: রাজশাহী
বয়স: সর্বোচ্চ ৩৩ বছর
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
চাকরির ধরন: প্রাইভেট
বেতন: সর্বসাকূল্যে ৩০,৫০০/- টাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: আছে
জামানত: নেই
নির্বাচনী পরীক্ষা: হবে
তথ্যসূত্র: https://www.shaplango.org/career/
হেড অফিস: নাটোর
প্রতিষ্ঠাতা: জানা যায় নি
কর্মসূচি সংঘটক: শাপলা কর্তৃপক্ষ
শাখা: রাজশাহী ও নাটোর
১৩. কারিতাস রাজশাহী অঞ্চল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
করিতাসে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করা হয়েছে। এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারেন।
পদের নাম: ম্যানেজার (মিল)
পদের সংখ্যা: ০১ টি
কেন্দ্রের নাম: উখিয়া, কক্সবাজার
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতা
চাকরির ধরন: এনজিও
বেতন: সর্বসাকূল্যে ১,০০,০০০/- টাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: আছে
জামানত: নেই
নির্বাচনী পরীক্ষা: হবে
তথ্যসূত্র: https://caritasbd.org/job-career/
হেড অফিস: ঢাকা
প্রতিষ্ঠাতা: জানা যায় নি।
কর্মসূচি সংঘটক: করিতাস কর্তৃপক্ষ
শাখা: ঢাকাসহ বিভিন্ন জায়গায় শাখা রয়েছে
১৪. প্রয়াস এনজিও নিয়োগ ২০২৩
প্রয়াস একটি মানবিক উন্নয়ন সংস্থা যা একটি এনজিও। এইচএসসি পাসে প্রয়াস এনজিওতে যোগদান করুন ২০২৩ সালে।
পদের নাম: প্রশিক্ষণার্থী জুনিয়র অফিসার
পদের সংখ্যা: ৩০০ টি
কেন্দ্রের নাম: ঢাকা
বয়স: ৩০ বছরের কম
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
চাকরির ধরন: এনজিও
বেতন: সর্বসাকূল্যে ১৯,৮৯৬/- টাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: আছে
জামানত: নেই
নির্বাচনী পরীক্ষা: নেই, তবে বাছাই প্রক্রিয়া রয়েছ
তথ্যসূত্র: https://proyas.org
হেড অফিস: ঢাকা
প্রতিষ্ঠাতা: এস এম মাহমুদুর রশীদ
কর্মসূচি সংঘটক: প্রয়াস কমিটি
শাখা: রাজশাহী ও নঁওগা
১৫. শতফুল এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
এইচএসসি পাসে শতফুল এনজিও তে যোগদান করুন। নিম্নে নিয়োগ বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন।
পদের নাম: ক্রেডিট অফিসার
পদের সংখ্যা: ২০ টি
কেন্দ্রের নাম: ঢাকা, ফেনী, সিলেট ও খুলনা
বয়স: বয়সসীমা ১৮-৩৫ বছর
অভিজ্ঞতা: অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে
চাকরির ধরন: প্রাইভেট
বেতন: সর্বসাকূল্যে ২২,৯০০/- টাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: আছে
জামানত: নেই
নির্বাচনী পরীক্ষা: হবে না তবে, বাছাই প্রক্রিয়া রয়েছে
তথ্যসূত্র: http://www.shataphoolbd.org/career
হেড অফিস:
প্রতিষ্ঠাতা: মো: শফিকুল ইসলাম (ইউএনও)
কর্মসূচি সংঘটক: শতফুল
শাখা: মোট ৪৬ টি ব্র্যাঞ্চ রয়েছে
এতক্ষণ যে এনজিওগুলো সম্পর্কে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ শেয়ার করা হলো, তাদের ওয়েবসাইট ও নাম ছক আকারে নিচে দেওয়া হলো:
এনজিও নাম ও তাদের ওয়েবসাইট
এনজিও নাম | ওয়েবসাইট ঠিকানা |
---|---|
আশা এনজিও | https://asa.org.bd/ |
রিক এনজিও | https://www.ric-bd.org/ |
এসএসএস এনজিও | http://www.sss-bangladesh.org/ |
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা | https://gjus-bd.org/ |
সিদীপ এনজিও | https://cdipbd.org/ |
ব্যুরো বাংলাদেশ এনজিও | https://www.burobd.org |
প্রশিকা এনজিও | https://proshikabd.com/ |
উদ্দীপন এনজিও | http://uddipan.org/ |
সেবা এনজিও | https://seba-bd.org/ |
গাক এনজিও | https://guk.org.bd/ |
পদক্ষেপ এনজিও | https://www.padakhep.org/ |
শাপলা এনজিও | https://www.shaplango.org/ |
কারিতাস | https://caritasbd.org/ |
প্রয়াস এনজিও | https://proyas.org/ |
শতফুল এনজিও | http://www.shataphoolbd.org/ |
শেষ কথা:
এইচএসসি পাসে বিভিন্ন এনজিওতে নিয়োগ দেওয়া হয়ে থাকে। Nahid Notes কে ফলো করুন তাহলে আপনারা বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে নোটিফিকেশন পেয়ে যাবেন। ২০২৩ সালে বিভিন্ন এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: পদক্ষেপ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2023
বি: দ্র: এই পোস্টটিতে যেসকল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলা হয়েছে সবগুলোর আবেদনের তারিখ শেষ। তাই নতুন কোনো সার্কুলার প্রকাশ করা হলে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
0 মন্তব্যসমূহ