বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন যুগ তাই সবকিছুর দাম ও প্রাইস এখন অনলাইনেই সার্চ করলে পাওয়া যায়। আর সঠিক দামে জিনিস কেনা খুবই গুরুত্বপূর্ণ। যার জন্য জানার দরকার আজকের বাজার দাম। তাই এই পোস্টে আলোচনা করবো ১ কেজি পেঁয়াজের দাম কত ২০২৩ এবং পেঁয়ার কত টাকা কেজি আজকে।
পেঁয়াজ কত টাকা কেজি আজকে
বাংলাদেশে আজকে পেঁয়াজের দাম কিছুটা কম। পূর্বের তুলনায় প্রতি কেজিতে ৩ টাকা করে কমে গিয়ে তা এখন ৭২ টাকা প্রতি কেজি। তবে, স্থানভেদে এটি আলাদা হতে পারে। যা নিচে বলা হলো:
আপনারা নিচের চার্টটি দেখলে বুঝতে পারবেন স্থানভেদে আজ বাংলাদেশে পেঁয়াজের দাম কত। ঢাকা, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও যশোরের তথ্য এখানে পাবেন।
জেলার নাম | পেঁয়াজের দাম (প্রতি কেজি) |
---|---|
ঢাকা | ৭২ টাকা |
রাজশাহী | ৭৭ টাকা |
খুলনা | ৭২ টাকা |
সিলেট | ৮০ টাকা |
রংপুর | ৭৬ টাকা |
বরিশাল | ৭২ টাকা |
যশোর | ৭৫ টাকা |
চট্টগ্রাম | ৮০ টাকা |
ময়মনসিংহ | ৭২ টাকা |
অর্থাৎ বলা যায় যায় যে, স্থানভেদে পেঁয়াজের দাম ৭২ টাকা থেকে শুরু করে ৮০ টাকা পর্যন্ত আজকে।
0 মন্তব্যসমূহ