Figure of Speech কি? ফিগার অব স্পিচ সম্পর্কে বিস্তারিত

Figure of Speech কি?

আচ্ছালামু আলাইকুম, এই পোস্টে আলোচনা করা হবে Figure of Speech কি (ফিগার অব স্পীচ) এবং তা কেন ব্যবহার করা হয় সে সম্পর্কে বিস্তারিত। 

Figure of Speech কি? কেন ব্যবহার করা হয়

Figure of Speech বা ফিগার অব স্পীচ হলো এমন একটি বিষয় যা ইংরেজি বাক্যকে অলংকৃত করার কাজে ব্যবহার করা হয়। সাধারণ একটি ইংরেজি বাক্যকে অলংকৃত করার জন্য যে উপায় বা মাধ্যম ব্যবহার করা হয় তাকেই আমরা Figure of Speech বলে থাকি। 

ইংরেজি সাহিত্যে কবিরা সবসময় চেষ্টা করেন তাদের লেখনী অলংকৃত বা সৌন্দর্যমণ্ডিত করতে। তা করার জন্য তারা ফিগার অব স্পীচ (Figure of Speech) ব্যবহার করতেন। যা বর্তমানে বহুল প্রচলিত একটি বিষয় হয়ে দাড়িয়েছে। 

ইংরেজিতে জনপ্রিয় কিছু Figure of Speech সম্পর্কে নিচে আলোচনা করা হয়েছে। যথা: 

  • Simile 
  • Metaphor
  • Personification 
  • Alliteration 
  • Assonance ইত্যাদি।

শেষ কথা

আশা করি বুঝতে পেরেছেন, figure of speech কি এবং কেন ব্যবহার করা হয়ে থাকে। বুঝে থাকলে পোস্টটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও বুঝতে সহায়তা করুন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ