আজ তোমরা জানতে পারবে, সরলরেখার ঢাল কি বা কাকে বলে। এটি তোমাদের নবম-দশম শ্রেণির উচ্চতর গণিতে প্রয়োজন হয়ে থাকে।
সরলরেখার ঢাল কি বা কাকে বলে?
দুইটি বিন্দুগামী সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার tangent বা ট্যানজেন্টকে সরলরেখার ঢাল বলা হয়।
অর্থাৎ, m=tan(theta)
আরও পড়ুন: সরলরেখার ঢাল নির্ণয়ের সূত্র কি?
0 মন্তব্যসমূহ