আচ্ছালামু আলাইকুম, আজ আপনাদের সাথে শেয়ার করবো ককাটেল পাখির দাম কত, একজোড়া ককাটোল পাখির বর্তমান দাম কত, ককাটেল পাখির বাচ্চার দাম কতো, ককাটেল পাখির দাম ২০২৩। আশা করি এখানে আপনার প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন।
বর্তমানে একটি ককাটেল পাখি ২০০০ টাকা থেকে ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে এবং একজোড়া ককাটেল পাখি বাংলাদেশে ৪০০০ টাকা থেকে ৬০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: ককাটেল পাখির ছবি ডাউনলোড করে নিন
ককাটেল পাখি
ককাটেল পাখি একধরনের তোতা পাখি। যেগুলো কথা বলতে পারে। কথা বলতে পারার কারণেই ককাটেল পাখির চাহিদা বেশি। ককাটেল পাখি ডিম পারে এবং ব্যবসায়িকভাবেই ককাটেল পাখি পালন করা হয়ে থাকে। ককাটেল তোতাপাখি অস্ট্রেলিয়ার একটি তোতাপাখি বংশের এবং এটি সারা বিশ্বে গৃহপালিত প্রাণি হিসেবে পরিচিত।
ককাটেল পাখির দাম কত ২০২৩
ককাটেল পাখি বিভিন্ন দামে পাওয়া যায়। তবে, সর্বনিম্ন ২০০০ টাকা থেকে শুরু করে একটি ৭০-১৩০ গ্রামের ককাটেল পাখি ১২০০০ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। একটি সাদা ককাটেল বা হোয়াইট ফেস ককাটেল পাখির দাম ৪০০০ টাকা থেকে ৪৫০০ টাকা। এবং গ্রে বা ধূসর বর্ণের ককাটেল পাখির দাম বাংলাদেশে ২০০০ টাকা থেকে ২৫০০ টাকা। একটি বড় সাইজের ককাটেল পাখি ৫০০০ টাকা ১০০০০ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। সর্বোচ্চ দাম ১২,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
একজোড়া ককাটেল পাখির দাম বাংলাদেশ
বাংলাদেশে বর্তমানে একজোড়া ককাটেল পাখি সর্বনিম্ন ৩৫০০-৪০০০ টাকা থেকে শুরু করে ২৪০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। একটি সাদা বা হোয়াইট ফেস ককাটেল পাখির দাম ৮০০০ টাকা থেকে ৯০০০ টাকা হয়ে থাকে। অন্যদিকে একটি গ্রে বা ধূসর বর্ণের ককাটেল পাখির মূল্য বাংলাদেশে ৪০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। আর একজোড়া বড় সাইজের ককাটেল পাখি ১০০০০ টাকা থেকে ২০০০০ টাকা মধ্যে পাওয়া যায়। তবে, এই দামগুলো বিভিন্ন জায়গা অনুযায়ী ১,০০০ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত কম বা বেশি হতে পারে।
আরও পড়ুন: ককাটেল পাখি পালন পদ্ধতি ও খাবার তালিকা ২০২৩
0 মন্তব্যসমূহ