আচ্ছালামু আলাইকুম, আশা করি ভালো আছেন? আপনারা যারা ককাটেল পাখি পালন পদ্ধতি জানতে চান তাদের জন্যই এই পোস্টটি। এছাড়াও ককাটেল পাখির খাবার তালিকা ২০২৩ সম্পর্কেও এই পোস্টে আলোচনা করা হয়েছে।
আরও পড়ুন: ককাটেল পাখি ছবি ডাউনলোড করে নিন
ককাটেল পাখি পালন করার জন্য আপনাকে বিস্তারিত জানতে হবে তাদের খাবার তালিকা ইত্যাদি সম্পর্কে। ককাটেল পাখি অস্ট্রেলিয়ান পাখি হওয়ায় এর খাবার তালিক একটু ভিন্ন হয়ে থাকে।
ককাটেল পাখি পালন পদ্ধতি
ককাটেল পাখির পালন পদ্ধতি হলো এদেরকে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে পুষ্টিসম্পন্ন খাবার দিতে হয়। ককাটেল পাখিকে আপনি ডার্ক, সবুজ পাতা ও সবজীজাতীয় খাবার দিতে পারেন। অবশ্যই এই ধরনের খাবার দেওয়ার সময় আপনাকে একটি অনুপাত অনুসরণ করতে হবে। সেটি হলো আপনি ২০% খাবার সবজীজাতীয় খাবার দিবেন। এছাড়া ককাটেল পাখি ফলমূলজাতীয় খাবার যেমন, পেয়ারা, আতা, আপেল ইত্যাদি খেতে দিবেন।
আরও পড়ুন: ককাটেল পাখির দাম কত ২০২৩
ককাটেল পাখির যত্ন
ককাটেল পাখির বাসস্থান
আপনার ককাটেল পাখিকে পরিষ্কার পানি দিন
ককাটেল পাখির খাবার তালিকা
- শস্যদানা: ধান, গম ও ভুট্টার দানা আপনার ককাটেল পাখিকে দিতে পারেন।
- শাক্ সবজি: ককাটেল পাখির জন্য একটি সেরা খাবার হলো শাক্ সবজি।
- ফলমূল: আপেল, পেয়ারা, আতা ও অন্যান্য ফলমূল ককাটেল পাখিকে খাওয়ানো যেতে পারে।
0 মন্তব্যসমূহ