এয়ার এরাবিয়া টিকেট দাম কত ২০২৩

এয়ার এরাবিয়া টিকেট দাম কত ২০২৩

আচ্ছালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজ আপনি জেনে নিতে পারবেন এয়ার এরাবিয়া টিকেট দাম কত ২০২৩। এয়ার এরাবিয়া একটি আন্তর্জাতিক বিমান সংস্থা। যা সংযুক্ত আরব আমিরাতের (UAE) এর শারজা আন্তর্জাতিক বিমান বন্দরে অবস্থিত।

বাংলাদেশ থেকে স্বল্প খরচে প্রায় ২২ টি দেশে যাওয়ার সুবিধা প্রদান করে থাকে এয়ার এরাবিয়া বিমান সংস্থা। এজন্য বাংলাদেশে এয়ার এরাবিয়া বিমান সংস্থাটি খুবই জনপ্রিয়। নিচে দেওয়া তথ্য হতে দেখে নিন এয়ার এরাবিয়া টিকেট দাম কত ২০২৩ সম্পর্কে বিস্তারিত।

এয়ার এরাবিয়া টিকেট দাম কত

আসলে এয়ার এরাবিয়া টিকেটের দাম অন্যান্য এয়ারলাইন্সের তুলনায় খানিকটা কম। তাই, আপনারা এয়ার এরাবিয়া টিকেট কিনতে পারেন। বিস্তারিত জেনে নিয়ে তবেই, এয়ার এরাবিয়া বিমান সংস্থা টিকেটটি কেনার চেষ্টা করুন। এই পোস্টে আপনি এয়ার এরাবিয়া টিকেট দাম কত ২০২৩ এর সবকিছু জেনে নিয়ে তারপর কিনুন। তাহলে, আপনি ঠকবেন না।

বাংলাদেশ থেকে কুয়েত এয়ার এরাবিয়া টিকেটের দাম কত

এয়ার এরাবিয়া এয়ারলাইন্স বাংলাদেশীদের জন্য একটি সাশ্রয়ী বিকল্প অফার করে যারা কাজের জন্য কুয়েতে যেতে চান তাদের জন্য। কুয়েত একটি ছোট তেল সমৃদ্ধ রাজতন্ত্র যার রাজধানী হচ্ছে কুয়েত সিটি। এবং কুয়েতের টাকার মান সবচেয়ে বেশি। বাংলাদেশ থেকে অনেকেই কর্মসংস্থানের জন্য প্রবাসী হিসেবে কুয়েতে যান। যারা বাংলাদেশ থেকে কুয়েতে যেতে চান তাদের জন্য এয়ার এরাবিয়া এয়ারলাইন্স একটি সস্তা এবং সুবিধাজনক অফার প্রদান করেছে। বাংলাদেশ থেকে কুয়েত এয়ার এরাবিয়া একটি টিকিটের মূল্য 45,336 টাকা।

ঢাকা থেকে শারজাহ এয়ার এরাবিয়া টিকেটের দাম কত

শারজাহ, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী, একটি মহানগর এবং দুবাই এবং আবুধাবির পরে দ্বিতীয় সর্বাধিক জনবহুল শহর। এখানে, একটি বিমানবন্দর রয়েছে যা এটিকে ঢাকা থেকে অনেক বিমান সংস্থার সাথে সংযুক্ত করে। ঢাকা থেকে শারজাহ যাওয়ার এয়ার এরাবিয়া টিকিটের মূল্য 45 হাজার 126 টাকা, যা শারজাহ ভ্রমণের জন্য একটি সাশ্রয়ী মূল্যের অফার হিসেবে বিবেচিত। 

বাংলাদেশ থেকে আবু ধাবি এয়ার এরাবিয়া টিকেটের দাম কত

বাংলাদেশ থেকে যারা আবু ধাবিতে যেতে চান তাদের জন্য প্লেনে যাওয়াটাই শ্রেয় হবে বলে আমাদের বিশ্বাস। বাংলাদেশ থেকে আবু ধাবি এয়ার এরাবিয়া টিকেটের দাম ৪৮,৪৩৬ টাকা। এতো অল্প খরচে বাংলাদেশ থেকে আবু ধাবিতে যাওয়ার সুযোগ দিচ্ছে এয়ার এরাবিয়া এয়ারলাইন্স লিমিটেড।

ঢাকা থেকে জেদ্দা এয়ার এরাবিয়া টিকেটের দাম কত

ঢাকা বাংলাদেশের রাজধানী এবং জেদ্দা হলো সৌদি আরবের একটি শহর। যদি আপনি  ঢাকা থেকে জেদ্দা যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে আপনার জন্য এয়ার এরাবিয়া এয়ারলাইন্স লিমিটেডের সার্ভিসটি সেরা হবে। ঢাকা থেকে জেদ্দা এয়ার এরাবিয়া টিকেটের দাম ৫৭,৬৫৮ টাকা।

ঢাকা থেকে দামাম এয়ার এরাবিয়া টিকেটের দাম কত

আপনি যদি ঢাকা থেকে সৌদি আরবের দামাম শহরে যেতে চান, তাহলে আপনার জন্য এয়ার এরাবিয়া এয়ারলাইন্স লিমিটেড একটি অপশন হতে পারে। কেননা, এয়ার এরাবিয়া খুব স্বল্প মূল্যে ঢাকা থেকে দামাম যাওয়ার সুযোগ করে দিচ্ছে। ঢাকা থেকে দামাম এয়ার এরাবিয়া টিকেটের দাম হলো ৪৬,৪৭১ টাকা।

ঢাকা থেকে রিয়াদ এয়ার এরাবিয়া টিকেটের দাম কত

ঢাকা থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদে যাওয়ার জন্য আপনি এয়ার এরাবিয়া বিমান সংস্থা অফারটি গ্রহন করতে পারেন। In Addition, তারা মাত্র ৫৪,০০৪ টাকা ঢাকা থেকে রিয়াদ যাওয়ার সুযোগ করে দিচ্ছে। আপনি চাইলে সুযোগটি গ্রহন করতে পারেন। 

ঢাকা থেকে মদিনা এয়ার এরাবিয়া টিকেটের দাম কত

অন্যান্য এয়ার এরাবিয়া সার্ভিসের মতোই ঢাকা থেকে মদিনায় আপনারা খুবই স্বল্প মূল্যে ভ্রমন করতে পারবেন। এজন্য আপনাকে কিছু টাকা খরচ করতে হবে। অর্থাৎ, ঢাকা থেকে মদিনা যেতে বিমান যাতায়াত খরচ বাবদ যে ব্যয়টি হয় তা আপনাকে সরবরাহ করতে হবে। Actually, ঢাকা থেকে মদিনা এয়ার এরাবিয়া টিকেটের দাম হলো ৫৯,২২৯ টাকা।

ঢাকা থেকে দোহা এয়ার এরাবিয়া টিকেটের দাম কত

আসলে, ঢাকা থেকে দোহা যাওয়ার জন্য সেরা মাধ্যমটি হলো বিমানের মাধ্যমে যাওয়া। এছাড়া, অন্যান্য যানবাহনগুলো ব্যবহার করা ব্যয়সাপেক্ষ ব্যাপার। আপনি চাইলে এয়ার এরাবিয়া থেকে টিকেট কিনে ঢাকা থেকে দোহা ঘুরে আসতে পারবেন। ঢাকা থেকে দোহা এয়ার এরাবিয়া টিকেটের দাম হলো ৪৬,৪৩৯ টাকা।

ঢাকা থেকে মাস্কাট এয়ার এরাবিয়া টিকেটের দাম কত

ঢাকা থেকে ওমানের রাজধানী মাস্কাটে যাওয়ার জন্য এয়ার এরাবিয়া যাত্রীদের একটি অফার প্রদান করছে। এবং, সেটি হলো খুবই কম মূল্যে যাত্রীরা বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ওমানের রাজধানী মাস্কাট এ যেতে পারবে। ঢাকা থেকে মাস্কাট এয়ার এরাবিয়া টিকেটের দাম হলো ৩৬,৪০৫ টাকা।

এয়ার এরাবিয়া অনলাইনে টিকেট কেনার নিয়ম

এয়ার এরাবিয়া অনলাইনে টিকেট কেনার নিয়ম
এয়ার এরাবিয়া অনলাইনে টিকেট কেনার নিয়ম
আপনি চাইলে অনলাইনেই এয়ার এরাবিয়া টিকেট সংগ্রহ করতে পারবেন। এজন্য আপনাকে প্রথমে এয়ার এরাবিয়ার ওয়েবসাইট থেকে এই ঠিকানায় যেতে হবে: https://www.airarabia.com/en/book-flight এবং এখান থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনি এয়ার এরাবিয়ার যেকোনো টিকেট সংগ্রহ করতে পারবেন এবং পেমেন্টও অনলাইনের মাধ্যমেই করতে পারবেন।
এয়ার এরাবিয়া অনলাইনে টিকেট কেনার উপায়

এয়ার এরাবিয়া হেল্পলাইন

আপনি যদি এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের টিকেট বুক করার সময় কোনো সমস্যায় পড়েন তাহলে এয়ার এরাবিয়ার অফিশিয়ার ওয়েবসাইটের মাধ্যমে তাদের জাানতে পারবেন এবং তাদের প্রতিনিধি আপনার সমস্যাটির সমাধান করে দেওয়ার চেষ্টা করবে। এয়ার এরাবিয়ার হেল্পলাইন ঠিকানা: https://www.airarabia.com/en/call-centre

শেষ কথা

আশা করছি, আমি আপনাদের এয়ার এরাবিয়া টিকেট দাম কত ২০২৩ সম্বন্ধে তথ্য দিয়ে সহায়তা করতে পেরেছি। আমার মতে, আপনি চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন এয়ার এরাবিয়া এয়ারলাইন্স এর সার্ভিসটি। যদি ভালো লাগে, তাহলে কমেন্টে জানাবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ