জেল পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ || Jail Police Job Circular 2023 - Nahid Notes

 হাই, আপনারা যারা একটি সরকারি চাকরি খুজতেছেন তাদের জন্য নিয়ে আসলাম জেল পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ ( Jail Police Job Circular 2023 ), এর পাশাপাশি জেল পুলিশ রেজাল্ট ২০২৩, এডমিট কার্ড, অনলাইনে আবেদন, জেল পুলিশ নোটিশ।

বাংলাদেশ জেল পুলিশ বা কারা অধিদপ্তর একটি সরকারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটিতে বিভিন্ন পদে নিয়োগ প্রদানের জন্য জেল পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (Jail Police Job Circular 2023) প্রকাশ করা হয়েছে। আপনারা যারা চাকরিটি করতে ইচ্ছুক তারা সার্কুলারটি বিস্তারিতভাবে পড়ে আবেদন করতে পারেন।

জেল পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

জেল পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

জেল পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত জেনে নিন। কোন কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে এবং কতটি পদে নিয়োগ দেওয়া হবে, রেজাল্ট কবে, নোটিশ কবে দিবে? এসব তথ্য জানতে অবশ্যই ভালোভাবে সার্কুলারটি পড়বেন। 

১। জেল পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (কারারক্ষী)

পদের নাম: কারারক্ষী (পুরুষ)
পদের সংখ্যা: ৭৮৭ টি
বেতন গ্রেড: ১৭ তম (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)
বেতন: ৯,০০০/- টাকা থেকে ২১,৮০০/- টাকা 
উচ্চতা: ১.৬৭ মিটার 
বুকের মাপ: ৮১.২৮ সেন্টিমিটার
ওজন: ৫২ কেজি

২। জেল পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (কারারক্ষী)

পদের নাম: কারারক্ষী (মহিলা)
পদের সংখ্যা: ৪৭ টি 
বেতন গ্রেড: ১৭ তম (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)
বেতন: ৯,০০০/- টাকা থেকে ২১,৮০০/- টাকা 
উচ্চতা: ১.৫৭ মিটার 
বুকের মাপ: ৭৬.৮১ সেন্টিমিটার
ওজন: ৪৫ কেজি


জেল পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ আবেদন পদ্ধতি

জেল পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এ আবেদন করার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট http://prison.portal.gov.bd/ থেকে ফরম ডাউনলোড করে তা প্রিন্ট করে তাদের অফিসের পাঠাতে হবে। অথবা, টেলিটকের মাধ্যমে jail police job circular 2023 application অনুযায়ী আবেদন করতে হবে। 


Jail Police Result 2023 | জেল পুলিশ রেজাল্ট ২০২৩

জেল পুলিশ ২০২৩ এর রেজাল্ট প্রকাশ করা হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনি যদি জেল পুলিশ ২০২৩ এ পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনি তাদের জেল পুলিশ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংগ্রহ করতে পারেন। তাদের অফিসিয়াল ওয়েবসাইট: http://prison.portal.gov.bd/

কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

Jail Police Admit Card 2023 | জেল পুলিশ এডমিট কার্ড ২০২৩

আপনি যদি জেল পুলিশ ২০২৩ এ আবেদন করে থাকেন তাহলে আপনার এডমিট কার্ড সংগ্রহ করতে হবে। কেননা, এডমিট কার্ড নিয়ে না গেলে আপনাকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না। তাই আপনি জেল পুলিশ এডমিড কার্ড ২০২৩ সংগ্রহ করুন। 

জেল পুলিশ এডমিট কার্ড ২০২৩

Jail Police Notice 2023 | জেল পুলিশ নোটিশ ২০২৩

জেল পুলিশ ২০২৩ এ নোটিশ প্রকাশ করা হয়েছে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটের একটি আলাদা সেকশনই আছে নোটিশ প্রকাশ করার জন্য। সেখানে প্রতিনিয়ত যাবতীয় Jail Police Notice 2023 প্রকাশ করা হয়ে থাকে। কিভাবে জেল পুলিশ নোটিশ বের করবেন তা নিচের ছবিতে দেখানো হলো।

জেল পুলিশ নোটিশ বোর্ড

Jail Police Online Application 2023 | জেল পুলিশ অনলাইনে আবেদন ২০২৩ 

এর আগে আলোচনা করা হয়েছিল জেল পুলিশ আবেদন পদ্ধতি। তবে, এই এখন আলোচনা করা হবে কিভাবে জেল পুলিশে অনলাইনে আবেদন করতে হবে সেটি নিয়ে। ভালোভাবে মনোযোগ দিয়ো পড়তে থাকুন। আশা করি বুঝতে পারবেন কিভাবে জেল পুলিশে অনলাইনে আবেদন করতে হবে। 

Jail Police Application Form

জেল পুলিশে আবেদন করার একটি পদ্ধতি হলো আবেদন ফরমটি ডাউনলোড করে ডাকযোগে জেলপুরিশ অফিসে পাঠানো। আরেকটি পদ্ধতি হলো অনলাইনে আবেদন করা। অনলাইনে আবেদন করার পদ্ধতি সম্পর্কে নিচে আলোচনা করা হলো। 

ধাপ-১: প্রথমে, টেলিটকের এই ঠিকানাটিতে চলে যেতে হবে। ঠিকানাটি: http://prison.teletalk.com.bd/ 

জেল পুলিশে অনলাইনে আবেদন

ধাপ-২: এরপর, prison circular এ ক্লিক করে user id ও password দিয়ে লগইন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ও আবেদন ফি প্রদান করে জেল পুলিশে অনলাইনে আবেদনটি সম্পন্ন করুন। 

জেল পুলিশে অনলাইনে আবেদন

একনজরে জেল পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩


চাকরির নাম বাংলাদেশ জেল পুলিশ নিয়োগ
পদের সংখ্যা ৭৮৭ জন পুরুষ ও ৪৭ জন মহিলা
পদের নাম মহিলা ও পুরুষ কারারক্ষী
কম্পিউটার দক্ষতা প্রযোজ্য নয়
চাকরির ধরন সরকারি চাকরি
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমমান
উচ্চতা (পুরুষ) ১.৬৭ মিটার
উচ্চতা (মহিলা) ১.৫৭ মিটার
বুকের মাপ (পুরুষ) ৮১.২৮ সেন্টিমিটার
বুকের মাপ (মহিলা) ৭৬.৮১ সেন্টিমিটার
অফিসিয়াল ওয়েবসাইট http://prison.portal.gov.bd/
আবেদনের উপায় অনলাইন/ডাকযোগ
হেডকোয়াটার ঢাকা
অভিজ্ঞতা প্রয়োজন নেই
বেতন ট্রেনিং চলাকালীন ভাতা প্রদান করা হবে
বয়সসীমা অনুর্ধ্ব ৩০ বছর
নির্বাচনী পরিক্ষা হবে

আরও পড়ুন: গোয়েন্দা পুলিশ নিয়োগ ২০২৩

শেষ কথা

জেল পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এ নিজের যোগ্যতায় আবেদন করুন। অবশ্যই নিজ যোগ্যতা থাকলে তবেই আবেদন করবেন। কখনো ঘুষের বিনিময়ে চাকরি নেওয়ার চেষ্টা করবেন না। সঠিকভাবে প্রিপারেশন নিয়ে তবেই চাকরির পরীক্ষায় উক্তীর্ন হওয়ার মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করার মাধ্যমে চাকরিটি নিন।

Jail Police Job Circular 2023 পোস্টটি আপনার ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং পরবর্তী সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে Nahid Notes কে বুকমার্ক করে রাখুন ও নিয়মিত ফলো করুন। 

জয়েন টেলিগ্রাম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ